Products / / CROATIA
Thank you to visit Products / / CROATIA page
  • CROATIA


    ক্রোয়েশিয়াঃ 

    ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া । এটির রাজধানী জাগ্রেব। দেশটির আয়তন ৫৬,৫৯৪ বর্গ কি.মি. (২১,৮৫১ বর্গ মাইল) এবং জনসংখ্যা ৪.২৮ মিলিয়ন, যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক।

    ক্রোটরা ৬ষ্ঠ শতকে এখানে আসে এবং নবম শতাব্দির মধ্যেই তারা অঞ্চলটিকে দুইটি জমিদারিত্বের মাধ্যমে সুসংগঠিত করে তোলে। ৯২৫ খ্রিষ্টাব্দে তোমিসলাভ প্রথম রাজা হিসেবে আভির্ভূত হন এবং তিনি ক্রোশিয়াকে রাজ্যে উন্নীত করেন, যেটি প্রায় দুই শতকেরও বেশি সময় ধরে তার সার্বভৌমত্ব ধরে রেখেছিল। রাজা চতুর্থ পিটার ক্রেসিমির এবং দিমিতার জভনমিরির আমলে দেশটি তার উন্নতির চরম শিখরে পৌঁছায়।

    কাজের বিবরনঃ কনষ্ট্রাকশন, মেশন, ওয়েল্ডার, কার্পেন্টার।

    ডকুমেন্টসঃ পাসর্পোট ,পুলিশ ক্লিয়ারেন্স, এনআইডি কপি, ৪ কপি ছবি

    প্রসেসিং সিস্টেমঃ পুলিশ ক্লিয়ারেন্স এটেষ্টেশনের পরে সাবমিশন-২ মাস. ওয়ার্কপারমিট-৪ মাস. ভিসা+টিকেটসহ মোট ৬ মাস।

    বেতন ও সুযোগ-সুবিধাঃ বেতন-৮০০/১০০০ ইউরো,৮ ঘন্টা ডিউটি, ওভার টাইম আছে, থাকা-কোম্পানীর,
    খাওয়া নিজের.৩ মাসের মধ্যে TRC কার্ড পেয়ে যাবেন । অভিজ্ঞ লোক হলে ১ লক্ষ টাকার বেশি পর্যন্ত হয় ।

    বিঃদ্রঃ ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়ার খরচ যাত্রীর।


Our Clients

Your Dream Our Mission,So Have a Nice Toure...!

Don't Forget to Rate the Website. Thnaks so much!